মূল পাতা মুসলিম বিশ্ব জম্মু-কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণ; নিহত ৭
রহমত নিউজ 15 November, 2025 02:01 PM
ভারতের অধিকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে নওগাম থানা চত্বরে এই বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণে ভবন কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যারেরার ফুটেজেও বিস্ফোরণের তীব্রতা দেখা যায়।
কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরকসামগ্রী থানা এলাকায় পরীক্ষা করার সময় এই বিস্ফোরণ ঘটে। থানা প্রাঙ্গণে রাখা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সম্প্রতি ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট থানার ভেতরে সংরক্ষিত ছিল। পুলিশ ও ফরেনসিক টিম পরীক্ষার সময়ই দুর্ঘটনাটি ঘটে।
ইন্ডিয়া টুডে বলছে, নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়েছে কিনা, সেই জন্য এখনো উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
তদন্তকারীরা জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে।